হাজারো এতিমদের আনন্দ দিতে ফুলতলী ছাহেব বাড়িতে ইসলামি গজল সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ৮:১৭:১৮,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৩৮৬৯ বার পঠিত
এতিমদের আনন্দ-বিনোদন দিতে লতিফিয়া এতিমখানা ছাত্র সংসদের আয়োজনে গতকাল সোমবার বিকেল ৫টা হতে রাত ১২টা পর্যন্ত লতিফিয়া এতিমখানা কমপ্লেক্স-এ ফারহান আহমদ চৌধুরী রেদা’র ব্যবস্থাপনায় ইসলামি গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। হাফিজ জামাল আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া গজল সন্ধ্যায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)- ছাহেবজাদা ও লতিফিয়া এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী। সভাপতিত্ব করেন আল্লামা বড় ছাহেব কিবলার ছাহেবজাদা ও লতিফিয়া এতিমখানার সহ সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী। গজল পরিবেশন করেন-প্রতিষ্ঠাতা পরিচালক রিসালাহ সাংস্কৃতিক সংসদ, খ্যাতিমান শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। শাহিদ আহমদ-নির্বাহী পরিচালক সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠি সিলেট। সুলতান আহমদ-নির্বাহী পরিচালক জালালিয়া শিল্পী গোষ্ঠি। তাহমিদ জাহান নাফিস-সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠি। সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠির শিল্পী ও লতিফিয়া এতিমখানা শিল্পী গোষ্ঠির সদস্যগণ ও শিশু শিল্পী মুন্জির আব্দুস সামি। শিল্পীগণ হামদ, নাতে রাসূল, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর শানে মর্সিয়া, দেশাত্ববোধক সঙ্গীত, লতিফিয়া এতিমখানা নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। লতিফিয়া এতিমখানা গজল সন্ধ্যা অন্য যে কোন গজল সন্ধ্যার চেয়ে আলাদা বলে এখানে সন্ধ্যা থেকে ইসলামি গজল প্রেমি মানুষের ভিড় হয়েছে। এতিমখানার ২টি মাঠ কানায় কানায় পূর্ণ ছিল।
অনুষ্ঠান শেষে আগত সকল সঙ্গীত প্রেমিদের মধ্যে শিরণী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য নাতি আল ইসলাহ কেন্দ্রিয় পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মোস্তাফা হাসান চৌধুরী গিলমান, সুফিয়ান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় অর্থ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, মোজতবা হাসান চৌধুরী নোমান, মারজান আহমদ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ফুলতলী গরিব সাহায্য প্রকল্পের ব্যবস্থাপক মোঃ ছাদ উদ্দিন চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, সাবেক সভাপতি আজির উদ্দিন পাশা, নজির আহমদ হেলাল, নর্থইস্ট ইউনিভার্সিটির লেকচারার নোমান আহমদ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ফুলতলী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, সিলেট পূর্ব জেলা সভাপতি উসমান গণি, রফিকুল ইসলাম মুবিন, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,সিলেট পূর্ব জেলা অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এহসান মোঃ শামীম, লতিফিয়া এতিমখানা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আহমদ হাসান রানা। শিল্পীগণ ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ও বড় ছাহেবের লিখিত বিভিন্ন হামদ, নাত, এতিমকে নিয়ে, অন্ধদের জীবন নিয়ে সঙ্গীত সহ ‘সালাম আয়ে, আল্লাহ তোমার মায়া সিন্ধু, রাসূলের রওজা যিয়ারতে, কাবা যিয়ারতে, ঠাই নাই, ও জিসকে লিয়ে, বঙ্গবাগের বসরা গোলাব, এতিমের ব্যথা, চমকউঠা, পিতা হারা হলেও মোরা, হাসনাইনকা নানা, সবুজ পাগড়ি, তোমায় পাওয়ার আশায়, আর কত বুক ভাসলে জলে, আজ বড় প্রয়োজন, ওলীদের বাংলায়, ও মন মাঝিরে, বালাই হাওর, দু’ চোখের জল মুছতে বড় ভালো লাগে, সিলসিলায়ে ফুলতলী, জাগো জাগো আল্লাহর বান্দা, রাসূলে খোদাকে যারা ব্যঙ্গ করে, খোদার রাহে, বল আল্লাহু আকবার, মওলা, মোস্তফা আগায়ে, বাইরের সুন্দর সুন্দর নয়, আমার সোনার বাংলাদেশে ইসলাম যদি থাকতো না, নতুন এক কারবালায়, ফুকারো ইয়া রাসুল আল্লাহ, আমরা এতিম মা-বাবা ছাড়া, তোমাকে লড়তে হবে’ বিভিন্ন গজলের সুরে সুরে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এতিমখানার ছাত্র ও আগত ইসলামি গজল প্রেমিদের মনোমুগ্ধ করে। পুরো অনুষ্ঠানে সূরের মূর্চনায় উচ্ছ্বাস-আনন্দে মেতে উঠেন হাজারো দর্শক-শ্রোতা।
রিপোর্ট: আব্দুল মুকিত, সভাপতি তালামীযে ইসলামীয়া, জকিগঞ্জ উপজেলা।