ফোরস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার; মিডিয়া পার্টনার জকিগঞ্জ বার্তা
প্রকাশিত হয়েছে : ৫:২১:৪৪,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮০৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের পাঠানচক উত্তর মাঠে পাঠানচক স্পোর্টিংক্লাবের উদ্যোগে ফোরস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার (২৯জানুয়ারি ২০১৬) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে দু’টি উন্নতমানের এন্ড্রোয়েড মোবাইল সেট, দ্বিতীয় পুরস্কার দু’টি মোবাইল সেট। খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর। উপস্থিত থাকবেন সুলতানপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক মো: জালাল উদ্দিন, সুলতান পুর ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, সুলতান পুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী, সমাজসেবক আব্দুল আহাদ, সুলতানপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী মুজিবুর রহমান, জকিগঞ্জ ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী মো: আজিজুর রহমান, হা্সান আহমদ, আব্দুল কাইয়ুম মুজিব, সুলতানপুর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ প্রমূখ। সভাপতিত্ব করবেন পাঠানচক স্পোর্টিংক্লাবের সভাপতি, জকিগঞ্জ ইউপি ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সাইফুর রহমান স্বিপন।
সার্বিক সহযোগিতায় সাদেক হোসেন রিমন, ওয়ারিছ উদ্দিন খান, আফজল হোসেন, কামরুল ইসলাম, ফয়ছল আহমদ, বাহার উদ্দিন, আফছর খান, তাজুল ইসলাম, সাজুল ইসলাম। খেলার মিডিয়ার পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম’।