জকিগঞ্জ ও্য়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:১২,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮০০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কামাল এম সি এ রহমান। জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাস্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন এমপি। তিনি বক্তব্যে বলেন অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন বড় মনের পরিচয় দিয়েছে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য দেন লন্ডনস্থ টাওয়ার হ্যামলেটস এর স্পিকার আব্দুল মুকিত এমবিই। তিনি বক্তব্যে বলেন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মাধ্যমে ভালো এবং শুভ কাজে অংশ নিয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এ উদ্যেোগের সার্বিক সফলতা কামনা করেন তিনি। বক্তব্য দেন জকিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন।
উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বসির, এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শরফুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, এটিএন বাংলা ইউকের সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ মালেক চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন সুহেল, আওয়ামী লীগ নেতা কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, জাকির হোসেন মুকুল, সাংবাদিক রহমত আলী হেলালী ও আহমদুল হক চৌধুরী বেলাল প্রমূখ। অনুষ্ঠানে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
প্রসঙ্গত: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বারহালের ছাইর আলী উচ্চ বিদ্যালয়, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে একই দিন মঙ্গলবার প্রায় দু’শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেলিম উদ্দিন এমপি।