ইছামতি কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:৩৬,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮০৮ বার পঠিত
সংবাদ দাতাঃ পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার ২০১৬ইংরেজী সনের দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে গত ২৪শে জানুয়ারী মাদ্রাসা কনফারেন্স হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অত্র মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্টানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন মুফতী মাওলানা আছদ্দর আলী চানপুরী সাহেব।
পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতারাম ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী।
হবিবিয়া ছাত্র সংসদের ভি.পি. এবং সিলেট পূর্ব জেলা তালামীযের নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুছ চৌ: তাজুল সাহেবের পরিচালনায় অনুষ্টানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মায়রুফ আহমদ, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন জাকির আহমদ এবং আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.)’র শানে মর্সিয়া পরিবেশন করেন ঐতিহ্যবাহী হবিবিয়া ইসলামী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
অনুষ্টানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, আরবী প্রভাষক মাওঃ আব্দুল হাকিম চৌধুরী, আরবী প্রভাষক মাওঃ আব্দুল লতিফ শামীম, ইংরেজী প্রভাষক তারেক আহমদ।
পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেদ্বওয়ান আহমদ চৌঃ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, ইছামতি কামিল মাদ্রাসার তালামীয শাখার সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আকবর হোসেন চৌঃ, আখতার হোসেন চৌঃ। আর উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, বুরহান আহমদ, আফজল হোসেন, খসরুল ইসলাম, দুলাল আহমদ, আল মামুন, আল আমিন, তাওহীদ আহমদ প্রমুখ। পরে শিরনী বিতরণ এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।