বারহাল ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদকের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫০,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৭৮ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ বারহাল ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জনাব আং হালিমের জানাযা মঙ্গলবার বাদ আছর কোনাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন হালিম সাহেবের চাচাত ভাই হাফিজ মাওঃ তাজুল ইসলাম।
উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ চৌঃ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবাহক, সাবেক ১নং বারহাল ইউ/পি চেয়ারম্যান, আগামী নির্বাচনে দলীয় নমিনেশন প্রত্তাশী জননেতা তালুকদার মিসবাহ জামান, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌঃ, ইউ/পি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম টুকু মিয়া, কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান শিকদার, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রী বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সবাই আব্দুল হালিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাহার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।