হাইদ্রাবন্দ দিবা-রাত্রি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১১:০২:০১,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ দিবা-রাত্রি প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী খেলা শুক্রবার (২৯জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় স্থানীয় মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় প্রথম পুরস্কার রয়েছে ১৪ইঞ্চি রঙ্গিন টিভি, দ্বিতীয় পুরস্কার উন্নতমানের ৬টি জার্সি, তৃতীয় পুরস্কার ১টি উন্নতমানের ব্যাট। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ, সিরিজ ও বোলার ব্যাটসম্যানদের পুরস্কার দেওয়া হবে।
খেলা পরিচালনায় রয়েছে, শাহজাহান, মাজহারুল, রিপন, আলবাব, তুহিন, ওয়াহিদ, রুবেল, বাবু, সুহেল, রুমেল, উজ্জল, সজিব, সালাউদ্দিন, সৌমিক, কামরান, ইকবাল, রিফাত, রেজা, জাবেল, সুমন, রাজু ও হোসেন প্রমূখ।আয়োজকরা জানান শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনাল খেলা দিবা-রাত্রি অনুষ্ঠিত হবে।
খেলার নির্ধারীত এন্ট্রি ফি ৩শ টাকা। এবং জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। জমা দেয়ার স্থান ছাদিক টেলিকম ডাকবাংলো রোড, জকিগঞ্জ বাজার। যোগাযোগ: ০১৭৮৫৮৮০৮৮৩, ০১৭৭৫৫৬০৭০৯, ০১৭৩৯৫২৭৮৪৩।