সিলেট জেলা বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষনা
প্রকাশিত হয়েছে : ১১:৩০:০৯,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯০৬ বার পঠিত
সিলেট জেলা বিএনপি’র কাউন্সিলের তফসিল ঘোষনা করা হয়েছে। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক স্বাক্ষরিত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতার জন্য আগ্রহী প্রার্থীদেরকে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক’র কাছ থেকে মনোয়নপত্র সংগ্রহ ও ৩ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে।
সুত
সিলেট জেলা বিএনপির কাউন্সিল সংক্রান্ত যে কোন তথ্যের জন্য সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হকের সাথে অথবা মোবাইল ফোন- ০১৭১১৮৬৬৭২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সুত্র: সিলেট ভিউ