জকিগঞ্জ ইউপির ১শ মানুষকে শীতবস্ত্র দিলো জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে
প্রকাশিত হয়েছে : ৩:১০:৪৫,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিকভাবে প্রতিটি ইউপি ও একটি পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এরই অংশ হিসেবে ৫নং জকিগঞ্জ ইউপির দরিদ্র শীতার্ত মানুষকে ১শ’টি কম্বল বিতরণ দেওয়া হয়েছে। ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান কামাল এমসি রহমান। সংগঠক আব্দুস ছবুরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশিষ্ট ব্যবসায়ী আফতাব আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল মালেক ফারুক। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকীম হায়দর, শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, সংগঠক শাহীন আহমদ, সাইফুল ইসলাম শিহাব, কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল প্রমূখ।