প্রায় ৬শ শীতার্তকে শীতবস্ত্র দিলো আল্লামা মামরখানী র. ফাউন্ডেশন
প্রকাশিত হয়েছে : ১১:৩২:২৩,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: গরিব অসহায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে জকিগঞ্জের আল্লামা আব্দুল গফফার মামরখানী র. ফাউন্ডেশন। বিগত শুক্রবার সকাল ১১টায় ৮ নং কসকনপুর ইউনিয়নে আল্লামা আবদুল গাফফার শায়খে মামর খানী (রহ) ফাউন্ডেশনের উদ্যোগে ,আল্লামা আবদুল গাফফার রহ. ইসলামী একাডেমী মাঠে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় | এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জি এম সি কলেজের প্রিন্সিপাল আবদুল বাসিত খান , মাওঃ আবদুল জলিল সাহেবজাদায়ে মামর খানী রহ.,সেক্রেটারী মাওঃ আবদুর রহিম যুগ্ন সেক্রেরাটারী মাওঃ মুখলিছুর রহমান ,সহকারি সেক্রেটারি জনাব এম এ হালিম ,অর্থ সম্পাদক মাওলানা আবদুল হান্নান সাহেব সাহেবজাদায় মামর খানী রহ. ,প্রচার ওপ্রকাশনা সম্পাদক মু,ইয়াকুব হোসাইন জাকির ,সদস্য মাওঃ আব্দুস সবুর , শাহ আলম শাহিন ,জনাব আব্দুল গনি ,মাওঃ আশরাফ হোসাইন ,ছাত্র নেতা জারির হোসাইন ,জাবের আল হাসান,নায়িম তাপাদার,,মু,আজ হোসাইন ,ইমরান হোসাইন ,মাওঃ মুসলেহ উদ্দীন , মাওঃ মামুনুর রশীদ,মাওঃ ফয়জুল হাসান ,মাওঃ ফয়সল আহমদ ,মাওঃ আব্দুস সুবহান ,মাস্টার জাকির হোসাইন ,জনাব আব্দুশ শহিদ ,মাওঃ আব্দুল হালিম প্রমুখ।
প্রসঙ্গত: জকিগঞ্জ পৌরসভা, বিরশ্রী, মানিকপুর কলাকুটা মিলে সর্বমোট ৬শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় আল্লামা মামরখানী র. ফাউন্ডেশনের পক্ষ থেকে।