কসকনকপুর ও বারঠাকুরীর শীতার্ত মানুষের পাশে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৫৮,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে কসনকপুর ও বারঠাকুরী ইউপির শীতার্ত মানুষের পাশে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ।
শনিবার সকালে দু’টি ইউপির প্রাঙ্গনে পৃথক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসনি মর্তুজা চৌধুরী টিপু, কসনকপুর ইউপি সদস্য মানিক মিয়া, সমাজসেবক রিয়াজ উদ্দিন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ রুমেল, অর্থ সম্পাদক কাওছার আলম, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ডা. হাবিব উল্লাহ মিছবাহ, এম কেআই ডালিম, বাবর হোসেইন চৌধুরী, মো: শাফি প্রমূখ।