শাহবাগ জামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিল সোমবার
প্রকাশিত হয়েছে : ১১:১১:৪৫,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৫৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সোমবার (পহেলা ফেব্রুয়ারি) শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম জকিগঞ্জ, সিলেট-এর বার্ষিক ওয়াজ মাহফিল (ইসলামি মহাসম্মেলন)।
.
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন, মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুক্বাদ্দাসের বর্তমান ইমাম ও খতিব শায়খ আলী উমর ইয়াকুব আব্বাসী।
বিশেষ অতিথি হিসেবে শুভাগমন করবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, বিশিষ্ঠ হাদিস বিশারদ, উলামায়ে কেরামের সরেতাজ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাও. জুনায়েদ আল-হাবিব ঢাকা।
.
এছাড়া ও দেশ বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরামগণ শুভাগমন করবেন।