জকিগঞ্জের ছালিয়ার হাওরে জুয়া খেলা চলছে
প্রকাশিত হয়েছে : ৮:০৫:০৭,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারো একই স্থানে জুয়া খেলা চলছে। এতে বেড়েছে চুরি-ছিনতাই। হিন্দু সম্প্রদায়ের রথমেলাকে কেন্দ্র করে এক শ্রেণীর জুয়াড়িরা এ জুয়ার আসর বসায়। গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে জকিগঞ্জের হলদির পার এলাকার ছালিয়ার হাওরে জুয়া খেলা চলছে। এতে এলাকার কিশোর-তরুণেরা জুয়া খেলায় জড়িয়ে পড়ছে। আর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের অভিভাবকগণও। প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় জুয়াড়িরা তাদের জুয়া খেলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কলব্রিজ, টব, ছরকিসহ নানা ধরণের খেলায় মেতেছেন তারা। জকিগঞ্জ ছাড়াও কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জের জুয়াড়িরা প্রতিদিন দুপুরে ছালিয়ার হাওরে জুয়া খেলছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা থাকায় সাহস করে কেউ কথা বলছেন না। তবে ভেতরে চাপা ক্ষোভ ও ঘৃণা বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা বলেন বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু জেনেছি, সেহেতু জুয়া খেলা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জকিগঞ্জ বার্তাকে বলেন জুয়া খেলা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।