সাংবাদিকদের নিয়ে ৫ বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:০৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৩১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আকস্মিক ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাংবাদিকদের নিয়ে পরিদর্শন করলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। বিদ্যালয় গুলো হচ্ছে লক্ষীরায়েরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টগরঠাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পৃথক পরিদর্শনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, বিল্ডিং, অবকাঠামো, ডেস্ক-বেঞ্চ, অফিসের আসবাবপত্র, শৌচাগারসহ নানা বিষয়ে অবহিত হন উপজেলা চেয়ারম্যান। উল্লেখযোগ্য সমস্যা সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত ও সহকারি শিক্ষকদের উপস্থিতি কম থাকায় অসন্তোষ প্রকাশ করে পরিদর্শন বহিতে তিনি লিখেন। লক্ষীরায়েরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংটি খুবই ঝুকিপূর্ণ। বৃষ্টির দিনে ছাদ থেকে পানি পড়ে। রয়েছে বড় বড় ফাটল। অফিসের আসবাব পত্র নেই। ভাঙ্গা আলমিরা হওয়ায় গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা চুরি হতে পারে। ৪জন শিক্ষকের মধ্যে ৪জনকেই বিভিন্ন ট্রেনিংয়ে রাখা হয়েছে। শুধুমাত্র একজন প্যারা শিক্ষক স্কুল চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে চান শিক্ষা অফিসারের কাছে, কিন্তু পরিস্কারভাবে উপজেলা চেয়ারম্যানকে বোঝাতে পারেননি ঐ শিক্ষা অফিসার। ঐ বিদ্যালয় ছাড়াও অন্য বিদ্যালয়ের বিল্ডিং গুলো ঝুকিপূর্ণ রয়েছে। যে গুলো ২০০৯-১০ অর্থ বছরে নির্মাণ করা হয়েছিল। মূলত মারাত্মক অনিয়ম-দূর্নীতির কারণেই এ বিল্ডিং গুলোর এহেন দূরবস্থা। ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়াতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা ঝুকিপূর্ণ বিল্ডিংয়ে পাঠদান করতে শংকায় রয়েছেন। বিল্ডিং নির্মাণকারি স্থানীয় সরকার প্রকৌশলী অধিপ্তর, ঠিকাদার বা সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এলাকার সচেতন জনগন। উপজেলা চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্কিট ও ফুটবল উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক কে এম মামুন উপস্থিত ছিলেন। ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিদ্যালয় গুলো পরিদর্শন করেছেন।