বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে মাওলানা সৈয়দ ইসহাক আলী রঃ কল্যান ট্রাষ্ট এর বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১০:৩০:২৩,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৫১ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে মাওলানা ইসহাক আলী রঃ কল্যাণ ট্রাষ্ট এর বৃত্তি বিতরন ও বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি রোজ শনিবার সকাল এগার ঘটিকার অনুষ্ঠিত হইয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক খালেদ আহমদ খানের সঞ্চালনায় ৮ম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহানের কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জালাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছদিওল ফারুক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আব্দুল মালেক, শাহীন আহমদ, বাবুল আক্তার, তাহের আহমদ সহ অঅভিভাবক বৃন্দ।