জকিগঞ্জের লাখো শীতার্তদের সরকারি বরাদ্ধ ১৩শ কম্বল! বেসরকারি উদ্যোগ প্রশংসনীয়
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:০৭,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৫৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:শীতের তীব্রতা থেকে বাচতে দরিদ্র শীতার্ত মানুষের নিরন্তর চেষ্টা চলছে। সামান্য একটু কাপড়, কম্বল বা শীতবস্ত্র শীত নিবারণে কিছুটা হলেও সহায়তা দিতে পারে। পুরো পরিবারের জন্য সেটি কিছুই না। প্রচন্ড শীতে মানুষের জীবন বিপর্যস্থ হলেও সরকারি বরাদ্ধ খুবই অপ্রতুল। লাখো মানুষের জন্য মাত্র ১৩শ কম্বল! তবে বেসরকারিভাবে ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে প্রশংসীত হয়েছে। ইতোমধ্যে আল খাইর ফাউন্ডেশন ইউকে, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, শাহবাগ জামিয়া, বালাউট অ্যাডুকেশন ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন হাজার হাজার শীতার্তকে কম্বল দিয়েছে। মানবতার কল্যাণে যারা এগিয়ে এসেছেন, তারা সত্যিই মহত্বের পরিচয় দিয়েছেন। তাদের প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়েছেন কম্বল পাওয়া শীতার্ত মানুষ গুলো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তাকে বলেন সরকারি বরাদ্ধ সত্যিই অপ্রতুল। যা বরাদ্ধ এসেছে, সেগুলো ইউনিয়ন ভিত্তিক বন্টন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের দায়িত্বপ্রাপ্ত রাসেল আহমদ বলেন দু’দফায় ১৩শ কম্বল সরকার থেকে বরাদ্ধ এসেছে। আমাদের চাহিদার তুলনায় যৎসামান্য হওয়াতে ইউপি চেয়ারম্যানরাও বিব্রত। শীতার্ত মানুষের বেশি হলেও বরাদ্ধ কম হওয়াতে আমরা দিতে পারিনি।