মরহুম কুতুব উদ্দিনের পরিবারের পাশে জকিগঞ্জ বাজার কমিটি
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৩৯,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারে দীর্ঘ দুই যুগের অধিক ব্যবসা করেন মরহুম মো: কুতুব উদ্দিন। বাবা ছিলেন পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মরহুম বলু হাফিজ ছাহেব। সেই মসজিদের পাশেই মৃত্যুর আগ পর্যন্ত ব্যবসা করেন মো: কুতুব উদ্দিন। কিডনী রোগে অসুস্থ হয়ে প্রায় দু’সপ্তাহ আগে মারা যান তিনি। এতিম হয়ে যায় কলি, সুহাদা ও সুমাইয়া। কয়েকজন ব্যবসায়ী, দানশীল ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই এতিম-অসহায় পরিবারের পাশে দাড়ায় বাজার ব্যবসায়ী কমিটি।
পৌর এলাকার কেছরী গ্রামে গিয়ে শুক্রবার রাত ১০টার দিকে নগদ বেশ কিছু টাকা এতিম শিশুদের তুলে দেন কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, পরিচালক (১) এনামুল হক মুন্না, আলতাব হোসেন, মখলিছুর রহমান, মরহুম কুতুব উদ্দিনের বড় ভাই ব্যবসায়ী ডা. রিয়াজ উদ্দিন ও মো: শাফি।