শিক্ষা মেলায় সিলেটের ১২ উপজেলার মাঝে প্রথম হলো জকিগঞ্জ
প্রকাশিত হয়েছে : ৯:১০:৩২,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৭০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষা উপকরণ মেলায় সিলেটের ১২উপজেলার মধ্যে প্রথম হয়েছে জকিগঞ্জ উপজেলা। সিলেটের সুবিধবাজারস্থ পিটিআইতে অনুষ্ঠিত ৪ ও ৫ফেব্রুয়ারি দু’দিন ব্যাপি মেলায় দ্বিতীয় হয়েছে বিশ্বনাথ ও তৃতীয় বিয়ানীবাজার উপজেলা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুফিজ মিয়া জকিগঞ্জ বার্তাকে জানান অনুষ্ঠান প্রথম দিন উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পুরস্কার জকিগঞ্জ উপজেলাকে প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক তাহমিনা খাতুন। আমি ছাড়াও অন্যদের মধ্যে মেলায় উপস্থিত ছিলেন উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ তাপাদার, রওশন আরা, নাছিমা বেগম, পার্থ, কৌশিক।