জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুকের পিতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৩১,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৫৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুকের পিতা মো: সামছুদ্দিন (সমছু মিয়া) আজ শনিবার রাত পৌনে ৮টায় হাইদ্রাবন্দ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। ৩ছেলে ও ১মেয়ের জনক সমছু মিয়ার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আব্দুল মালেক ফারুক জকিগঞ্জ বার্তাকে বলেন বার্ধ্যক্ষজণিত রোগে আমার পিতা ইন্তেকাল করেন। আগামীকাল রোববার বেলা ২টায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা হওয়ার সম্ভাবনা রয়েছে। পৌরবাসীসহ সকলকে তার পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার অনুরোধ জানান তিনি।