শাহবাগের ঘাটের বাজারে ক্রিকেট টুর্নামেন্ট আজ
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৫৯,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৮১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের শাহবাগের ঘাটের বাজার সংলগ্ন উত্তর মাঠে ৩য় নিউ স্টার ক্রিকেট প্রিমিয়ার লীগের টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। খেলা উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশিং কমিটির সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সহকারি পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) সুমন মিয়া, জকিগঞ্জ থানার ওসি মোঃ সফিকুর রহমান খান, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরী, বারহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান মাসুক, এসএনটি স্পোটিং ক্লাব শাহবাগের সাবেক অধিনায়ক ও সাধারণ সম্পাদক এম.মিনহাজুর রহমান (মিজু)। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এতে সকল ক্রিড়ামোদীদের উপস্থিত থাকার জন্য সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন (সুমন) অনুরোধ জানিয়েছেন।