পুলিশের বাধায় তাফসির মাহফিল পণ্ড
প্রকাশিত হয়েছে : ৭:০১:৫৮,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৮৬ বার পঠিত
আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত দুদিনব্যাপী তাফসির মাহফিল হচ্ছে না। শুক্রবার থেকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে এ তাফসির মাহফিল হওয়ার কথা ছিল।
এদিকে, গত কয়েকদিন ধরেই তাফসির মাহফিল নিয়ে নগরজুড়ে প্রচারণা চালিয়ে আসছিল আঞ্জুমানে খেদমতে কোরআন। সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে তারা প্যান্ডেলও বেঁধেছিল। তবে পুলিশের বাধার কারণে তাফসির মাহফিল হচ্ছে না।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত আলিয়া মাঠে পুলিশ অবস্থান করছিল।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, তাফসির মাহফিলের জন্য আঞ্জুমানে খেদমতের অনুমতি ছিল না। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় তাদের তাফসির মাহফিল করতে দেয়া হয়নি।
তবে আঞ্জুমানে খেদমতে কোরআনের সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন বাংলামেইলকে বলেন, ‘গত ৪ ফেব্রুয়ারি আমরা তাফসির মাহফিলের জন্য সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করি। আমাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ কিছু মৌখিক শর্ত দেয়। আমরা তা মেনে চলার পরও তাফসির মাহফিল করতে দেয়া হচ্ছে না।’
সুত্র: বাংলা মেইল