৩য় নিউ স্টার ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৩৫,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:জকিগঞ্জের শাহবাগের ঘাটের বাজার সংলগ্ন উত্তর মাঠে ৩য় নিউ স্টার ক্রিকেট প্রিমিয়ার লীগের টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) বেলা ২টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশিং কমিটির সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। ইসমাইল চৌধুরী ফয়ছল ও মাহফুজ খানের পরিচালনায় বক্তব্য দেন বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরী, মানিক মিয়া, খছরুল হক, সাহেদ চৌধুরী, আনোয়ার শাহ, ফাহাদ চৌধুরী, পারভেজ আহমদ, টুর্নামেন্ট’র সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন (সুমন)।