জকিগঞ্জ পৌরসভার বিদায়ী পরিষদের শেষ সভা
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:২৫,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯০৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মেয়র আব্দুল মালেক ফারুকের ১বছর ও কাউন্সিলরদের ৫বছরের পরিষদের শেষ সভা হয়েছে। বিগত দিনের সুখ-দু:খ, হাসি-কান্না, সমস্যা-সম্ভাবনা নিয়ে স্মৃতিচারণ করেন পরিষদের জনপ্রতিনিধরা। স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হন। কর্মকর্তা-কর্মচারিরাও ছিলেন অশ্রুজসল। বৃহস্পতিবার ছিল এ পরিষদের সমন্বয় সভার শেষ দিন।
মেয়র আব্দুল মালেক ফারুকের সভাপতিত্বে ও উচ্চমান সহকারি মো:নিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য দেন ১নং ওয়ার্ডের মুনিম আহমদ, ৪নং ওয়ার্ডের মো: কামরুজ্জামান, ৫নং ওয়ার্ডের মো: মখদ্দস আলী, ৬নং ওয়ার্ডের মোস্তাক আহম, ৭নং ওয়ার্ডের মো: আছদ্দর আলী, ৮নং ওয়ার্ডের বাবুল হোসাইন, ৯নং ওয়ার্ডের আতাউর রহমান আতাই, মহিলা কাউন্সিলর হোসনে জাহান রিনা, জোসনা খানম প্রমূখ।
বিদায়ী মেয়র তার বক্তব্যে বলেন সাধ্যমতো পৌরসভা তথা পৌরশহরের উন্নয়নে সচেষ্ট ছিলাম। পরিকল্পনা ও বাস্তবায়ন সময় থাকলে অনেক কিছু করা যেতো। অসমাপ্ত কাজ নতুন মেয়র করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন সবজি মার্কেট (কিচেন মার্কেট)’র আগের টেন্ডার বাতিল হয়েছে, নতুনভাবে টেন্ডার দিতে আহ্বান জানিয়ে বলেন মানুষের সুখে-দু:খে অতীতের মতো ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র।
প্রসঙ্গত: ২০১১সালের ১৬ফেব্রুয়ারি মরহুম মেয়র আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিষদের প্রথম সমন্বয় সভা হয়েছিল। শেষ হলো ২০১৬সালের ১৬ফেব্রুয়ারি।