পার্টি ও ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী প্রসঙ্গে জকিগঞ্জে জাপার সভা
প্রকাশিত হয়েছে : ১০:১০:৩৬,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৩৭ বার পঠিত
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী প্রসঙ্গ নিয়ে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাপার আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে এবং জকিগঞ্জ ইউনিয়ন জাপার সেক্রেটারী সালেহ আহমদ সাবুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জাপার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান, জকিগঞ্জ কানাইঘাট জাপার সমন্বয়কারী সাইফুদ্দিন খালেদ, জেলা জাপার নেতা মো. দৌলা মিয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপা যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মানই, জাপার দলীয় মনোনয়ন প্রত্যাশী কসকনকপুরের আব্দুল আজিজ হারুন, একই ইউনিয়নের আব্দুস সাত্তার মইন, মানিকপুর ইউনিয়নের মাহতাব আহমদ চৌধুরী, জকিগঞ্জ ইউনিয়নের আতাউর রহমান আলতা, একই ইউনিয়নের মাওলানা আব্দুল ওয়াদুদ, সুলতানপুর ইউনিয়নের প্রবাসী নেতা আনোয়ার হোসেন খান একই ইউনিয়নের মো. আব্দুল আহাদ ও অলিউর রহমান অলি, বারঠাকুরি ইউনিয়নের মইনুল ইসলাম মনু, একই ইউনিয়নের ছালিক আহমদ, বীরশ্রী ইউনিয়নের লুৎফুর রহমান হেলাল, জাপা নেতা বুরহান উদ্দিন মুক্তা, হোসেন আহমদ বছল,মাওলানা নাইমুল ইসলাম খান, মোস্তফা কামাল, কামাল আহমদ, মোস্তাক আহমদ বাবুল, বদরুল হক, ফখরুল ইসলাম, আব্দুস সালাম, রুবেল আহমদ, আব্দুর রজ্জাক,জমির উদ্দিন, শিহাব উদ্দিন, জেলা ছাত্র সমাজ নেতা মো. নোমান আহমদ, শামীম আহমদ, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব আজমল হোসেন প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল মার্কার দলীয় প্রাথীকে বিজয়ী করার মাধ্যমে পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে জকিগঞ্জ কানাইঘাটে জাপার দুর্গ হিসেবে গড়ে তোলার আহবান জানান। তৃণমূলের নেতারা দ্রুত জকিগঞ্জ উপজেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি দাবী জানান।