জকিগঞ্জে বিশালাকৃতির নৌকায় পূজা
প্রকাশিত হয়েছে : ১:৪৩:৪৪,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৬৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শত শত মানুষের ভির হিন্দু সম্প্রদায়ের নৌকা পূজায়। বিশালাকৃতির নৌকায় পূজা। সেই নৌকার পাশে উচু দু’টি কলা গাছ। নৌকার ভেতরে অনেক মূর্তি। ব্যতিক্রমী পূজা চলছে জকিগঞ্জের তিরাশী গ্রামে। পূজা বিষয়ে সত্যবান বিশ্বাস জকিগঞ্জ বার্তাকে জানান বৃহত্তর সিলেটের মধ্যে ব্যতিক্রমী পূজা হচ্ছে নৌকা পূজা। প্রায় ৮থেকে ৯লক্ষ টাকা এ পূজায় ব্যয় হয়েছে। আমাদের ভাতিজা বাপন বিশ্বাসের মানত হিসেবে এ পূজা পালন। শুধু জকিগঞ্জ নয়, সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে আসছেন বলে জানান তিনি ।
সোমবার বিকেল ৩টায় সরেজমিনে দেখা যায়, বিশালাকৃতির নৌকায় পূজা চলছে। সে পূজা দেখতে দূর দূরান্ত থেকে শত শত মানুষের ভির বাড়ছে। হা্ওরের মধ্যে অনুষ্ঠিতব্য পূজা উপলক্ষ্যে অনেক দোকান বসেছে। ক্রমেই নারী-পুরুষের উপস্থিতি বাড়ছে। পূজা পরিদর্শনে এলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, থানার ওসি মো: সফিকুর রহমান খান, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, সংগঠক হিরনময় বিশ্বাস প্রমূখ।