লন্ডনে মাওলানা সালেহ আহমাদ খানের খেলাফত মজলিসে যোগ দান
প্রকাশিত হয়েছে : ৪:২৮:০৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০০৪ বার পঠিত
খেলাফত মজলিস লন্ডন মহানগরীর পূর্ব নির্ধারিত এক সভায় উপস্থিত হয়ে মাওলানা সালেহ আহমাদ খান, বাংলাদেশে খেলাফত, ইনসাফ ও আদল প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের গৃহীত কর্মসুচীর সাথে একমত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যই খেলাফত মজলিসে গত ১৫ফেব্রুয়ারি যোগদান করেছেন।
মাওলানা সালেহ আহমদ খান খেলাফত মজলিসের প্রাথমিক সদস্য ফরম পুরণ করে খেলাফত মজলিজ লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা তায়ীদুল ইসলামের হাতে জমা দেন। এসময় মহানগর শাখার অন্যান্য অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি জকিগঞ্জের সন্তান হাফিজ মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ, সহ বায়তুল মাল সম্পাদক শেখ রুম্মান আহমদ, হাফিজ আবদুল হক প্রমুখ।
এ সময় এক সক্ষিপ্ত বক্তেব্য খেলাফত মজলিস মজলিস লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম বলেন, দেশে আজ অরাজক পরিস্থিতি বিরাজ করছে। মানুষের কথা বলার অধিকার নাই। পুলিশি দুর্ণীতি ইতিমধ্যে মানুষের শয্যের সীমা ছাড়িয়েগেছে। তাই আমাদেরকে ঐক্যমত্য হয়ে একই ফ্লাটফর্মে এসে ইনসাফের আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি সদ্য যোগদানকৃত মাওলানা সালেহ আহমদ খান কে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সঠিক মুক্তির পথ, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগণ এবং ইনসাফ ও আদলের সার্থে আন্দোলনে শরিক হই।