৪ শিশু খুনে দুই অভিযুক্ত ১০ দিন করে রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৩৫,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৫৭ বার পঠিত
হবিগঞ্জ: বাহুবলে চার শিশুর খুনের সঙ্গে জড়িত সন্দেহে আটক মাতব্বর আব্দুল আলী ও তার ছেলে জুয়েলের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল আলমের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. আবুল মনসুর আহম্মেদ তাদের দুইজনের প্রত্যেককে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে জুয়েল ও তার বাবা আব্দুল আলীকে আটক করা হয়। এছাড়া আটক অপর দুজন হলেন-বাচ্চু, আরজু। পুলিশ তদন্তের স্বার্থে একজনের নাম প্রকাশ করেনি।
প্রসঙ্গত, গত শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। বুধবার সকালে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
সুত্র: বাংলা মেইল