জকিগঞ্জে সপ্তাহ ব্যাপি বইমেলা ২১-২৭ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ৪:২০:৩৮,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৬২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারো আরো জাকজমকপূর্ণ ও ব্যাপকভাবে জকিগঞ্জে সপ্তাহ ব্যাপি বই মেলা ২১থেকে ২৭ফেব্রুয়ারি পৌরশহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদ, প্রভাষক আল মামুন, পাবলিক লাইব্রেরীর অর্থ সম্পাদক এনামুল হক মুন্না, ব্যবসায়ী মো: ফদ্বলুর রহমান, সংগঠক এম কেআই ডালিম, আনোয়ার সিরাজী, কাজী মো: শরীফ, ইয়াহইয়া আহমদ চৌধুরী, নাজমুল ইসলাম, ময়নুল ইসলাম, শাহীন আহমদ, আব্দুল হক ও মো: শাফি প্রমূখ। সভায় জকিগঞ্জ পৌরশহর, কালিগঞ্জ, শরীফগঞ্জ, আটগ্রাম স্টেশন, রতনগঞ্জ, বাবুর বাজার ও ঈদগাহ বাজারের পুস্তক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
