জকিগঞ্জে ২৩-২৪ ফেব্রুয়ারি দরিদ্র রোগীদের থেরাপী দেওয়া হবে
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:০৯,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০০৫ বার পঠিত
সংবাদ দাতা: আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারী শারীরিক প্রতিবন্ধী, অটিজম, পক্ষাঘাত রুগিদের সেবা দিতে আসছে ফিজিও থেরাপী টিম। বিনামূল্যে এ সব রুগিদের ফিজিও থেরাপীসহ চিকিৎসা সেবা দেয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস জানান, সমাজসেবা অধিদপ্তরের অধীনে ’প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র‘ তালতলা সিলেট এর ভ্রাম্যমাণ গাড়ী মোবাইল থেরাপী ভ্যান‘ নিয়ে আসবে সেবাদানকারীরা। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে এ সেবা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ এর উদ্যোগে এ কর্মসূচি দেশব্যাপী পালিত হচ্ছে।