মিলাদ-ক্বিয়াম নিয়ে ‘বাহাস’ উত্তেজনার সুষ্ঠ সমাধান
প্রকাশিত হয়েছে : ১:৩৬:১৩,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ২৭৬০ বার পঠিত
মিলাদ-ক্বিয়াম নিয়ে আলীয়া-ক্বওমী আলেমদের মধ্যে মতানৈক্য অনেক আগে থেকেই চলে আসছে। উভয় পক্ষ তাদের যুক্তিগুলো বিভিন্ন ধর্মীয় মা্হফিলে তুলে ধরেন। তবে কোথাও কোথাও এ বিষয়ে বিরোধ চরমে পৌছে যায়।ঠিক সেই বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বিতর্ক হয়েছিল বিশ্বনাথে। অবশেষে সে বিতর্কের অবসান হয়েছে। বিশ্বনাথে ‘বাহাস’ নিয়ে সৃষ্ঠ উত্তেজনার সুষ্ঠ সমাধান করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিকগণ। স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার’সহ এলাকার মুরব্বী, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এর সুষ্ঠ সমাধান হয়। বৃহস্পতিবার রাত থেকে সৃষ্ঠ উত্তেচনার সংবাদ উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে, বিষয়টির সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন নেতৃবৃন্দ।
এদিকে উপজেলার বাগিছা বাজারে শুক্রবার বাদ জুম্মা মিলাদ কিয়ামের সমর্থনে সুন্নী জনতার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এলাকার সালিশ ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম জুয়েল, ইকরচর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন, ফুলতলী কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা কামরুজ্জামান, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম, আল-ইসলাম কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোহর আলী, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মিয়ার বাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুক্তাধির খান প্রমুখ।
সুত্র: বিশ্বনাথ নিউজ