শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনে মহান মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:১২,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯২২ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে অবস্থিত শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন। প্রতি জাতীয় দিবসের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মহান ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। রবিবার সকাল এগার ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠে প্রিন্সিপাল সাইফুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় ৩য় শ্রেনীর ছাত্র হোসাইন আহমদের কেরার পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নির্মল দাস।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা ও হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বুরহান উদ্দিন রনি, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন বারহাল আওয়ামিলীগের সভাপতি মুহিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য ও ইউ/পি শাখার সাধারন সম্পাদক সৈয়দ মিছবাহ আহমদ,বুরহান পুর নুরানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন বারহাল ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কয়ছর,তৈমুন্নেছা কিন্ডার গার্টেনের শিক্ষক আজির উদ্দিন, আবুল কালাম, রুমানা আক্তার ও রাশেদা আক্তার, বিদ্যানিকেতনের সহকারি শিক্ষিকা শারমিন আক্তার, কনিকা হক লাভলী, শিক্ষক জাহেদ আহমদ, শিক্ষিকা খালেদা আক্তার প্রমি।
অনুষ্টানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিক্ষিকা শাকি আক্তার। ছাত্রীদের মধ্যে গান পরিবেশন করেন,৫ম শ্রেনীর ছাত্রী স্মৃতি আক্তার তায়্যিবা ও সিলভী ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, অভিভাবক শাহরিয়ার পারভেজ, সামাদ উদ্দিন প্রমূখ।