আগুনে পুড়লো গরু-ছাগল, অল্পতে প্রাণে রক্ষা পরিবারের
প্রকাশিত হয়েছে : ১১:০৯:০৪,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১১৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: এ কেমন শত্রুতা? তাও আবার রাতের আধারে! আগুনে পুড়লো গরু-ছাগল আর অল্পতে প্রাণে রক্ষা পান পুরো পরিবারের সদস্যরা। বসতঘরে আগুন ধরে যাওয়ার পর ঘুম ভাঙ্গে পরিবারের। অবশেে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা। আগুনের তীব্র লেলিহান শিখা সকাল প্রায় ৮টা পর্যন্ত ছিল। আগুন নেভাতে গিয়ে আহত হন দু’জন।তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
দূর্বৃত্তদের আগুনে পুড়েছে জকিগঞ্জের রারাই গ্রামের জমির আলীর গোয়অল ঘর ও খড়। সোমবার দিবারাত সোয়া ২টারদিকে এ ঘটনা ঘটে। প্রথমে গো খাদ্য খড়ে আগুন দেয়া হয়, পরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে গোয়ালঘরে।
ধীরে ধীরে বসতঘরে আগুন ধরে যায়। তখনো পরিবারের সদস্যরা ঘুমে আচ্ছন্ন। ঘুম থেকে উঠে যাওয়াতে প্রাণে রক্ষা পান জমির আলীসহ তার দু’স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে ও ছেলের বউ। কিন্তু এরই মধ্যে আগুনে পুড়ে যায় ২টি গরু আর ৫টি ছাগল। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।