যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট, মোহম্মদ খালেদ কাজিম
প্রকাশিত হয়েছে : ২:৪৫:১৪,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৮০ বার পঠিত
সংবাদ দাতা: ইছাপুর যুব পরিষদ আয়োযিত সধারন জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ভাষা শহীদের স্বরন করতে গিয়ে প্রধান বক্তার বক্তবে্য মোহাম্মদ খালেদ কাজিম বলেন এদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন সকল ক্ষেত্রে যুবকদের ছিল জয়জয়কার। মাকর্ যোগারবাকর্ এর উদাহরণ টেনে তিনি বলেন যুবকরাই নতুন নতুন আবিষ্কার এর মাধ্যমে পৃথীবিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুব পরিষদের যুবকদের উৎসাহিত করতে গিয়ে তিনি বলেন, যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তমাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। এ ব্যাপারে বিশেষ অতিথি সৈয়দ আসলামের কবি হওয়ার একটি উদাহারন তুলে ধরেন। তিনি যুব পরিষদের সদস্যদের উদ্দেশে্য বলেন তোমরা যদি সৎ ও নিষ্টার সাথে কাজ করে যাও তাহলে ইছাপুর গ্রাম হবে জকিগন্জ তথা পুরো বাংলাদেশ এর মডেল, এখানে কেউ অশিক্ষিত থাকবে না, অনাহার ও চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। সামাজিক অবকাঠামোসহ ধমীর্য় উপসানালয় ও শিক্ষাপ্রতিষ্টানগুলো আধুনিক মানের করা সম্ভব হবে।
পরিষদের সভাপতি জাবের আহমদ ও বদরুল হক তাপাদার এর যৌথ পরিচালনায় ইছাপুর হফিজিয়া ইপতেদায়ী মাদ্রাসায় ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবুর রহমান মেম্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জিল্লুল হক তাপাদার, সাংবাদিক আব্দুর রব, কবি আসলাম সহ অনেকে। উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি হান্নান কাজিম, হারিছ আহমদ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবগর্গ। অনুষ্ঠানে ২৫ জন বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।