জকিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৫৩,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৬৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার পৌর পরিষদের সভায় প্যানেল মেয়র ১ নির্বাচিত হন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: কামারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল জলিল।
প্রধান সহকারি মো: মনিরুজ্জামান জানান বিধি অনুযায়ী পরিষদের সভায় নির্বাচনের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে। প্যানেল মেয়র (১)মো: কামারুজ্জামান ও সংরক্ষিত ওয়ার্ডের জাহানার বেগম (৩) সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। প্যানেল মেয়র (২) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আছদ্দর আলী।