কালিগঞ্জে মোবাইল সিম রি-রেজিষ্ট্রেশনে অবৈধভাবে ফি আদায়ের অভিযোগঃঃ অভিযানে পুলিশকে লাঞ্ছিত
প্রকাশিত হয়েছে : ৮:১৯:২৫,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ২১৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী বায়োমেট্রিক পদ্ধতিতে সকল অপারেটারের সিম ব্যবহারকারীদের রি-রেজিষ্ট্রেশন পক্রিয়া চলছে। জানা যায়, সম্পূর্ন ফ্রি তে সকল অপারেটারের মোবাইল সিম রি-রেজিষ্ট্রেশনের জন্য নিজের ১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ব্যবহৃত সক্রিয় সিম নিয়ে নিকটস্থ মোবাইল অপারেটর বায়োমেট্রিক সেন্টারে গিয়ে তথ্য হালনাগাদ করতে হয়।
কিন্তু জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে এ.বি টেলিকম সেন্টারে মোবাইল সিম রি-রেজিষ্ট্রেশন বিনামুল্য সেবার পরিবর্তে অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে ২০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একজন গ্রাহক জকিগঞ্জ থানা পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেন। আজ রবিবার সন্ধ্যা ৬টায় জকিগঞ্জের থানার এসআই মতিউর রাহমান অভিযোগের প্রেক্ষিতে এবি টেলিকম সেন্টারের সিরাজ আহমদকে আটক করতে চাইলে এ সময় কিছু অসাধু ব্যবসায়ী তাকে লাঞ্চিতকরেন। পরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান চেষ্টা করেন। রিপোর্টটি লেখা পর্যন্ত সমাধানের চেষ্টা চলছিল।
এলাকার সাধারণ মানুষ জকিগঞ্জ বার্তাকে জানান, কালিগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী এ রকম সিম রি-রেজিষ্ট্রেশন জন্য অবৈধভাবে ২০টাকা করে ফি নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীরা একত্রিত হয়ে সিম রি-রেজিষ্ট্রেশনের জন্য ২০ টাকা ফি ধার্য্য করেছেন।