জকিগঞ্জে ইউপি সচিবদের কর্মবিরতি ও উপজেলা চত্বরে অবস্থান
প্রকাশিত হয়েছে : ৯:২১:৫৪,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ১০০% বেতন ভাতাসহ চাকুরী জাতীয়করণ, স্কেল উন্নীতকরণ ও ২য় শ্রেনির কর্মকর্তার পদ মর্যাদার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি(বাপসা) জকিগঞ্জ শাখার নেতৃবৃন্দ কর্মবিরতি পালন উপলক্ষ্যে আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বারহাল ইউপি সচিব বিধান চন্দ্র বিশ্বাস, বিরশ্রী ইউপি সচিব জিতেন্দ্র কুমার বিশ্বাস, কাজলসার ইউপি সচিব মাহবুবুল আলম সুমন, খলাছড়া ইউপি সচিব ফখরুল ইসলাম, জকিগঞ্জ ইউপি সচিব মো: আব্দুল্লাহ, সুলতানপুর ইউপি সচিব মো: আব্দুস ছাত্তার, বারঠাকুরী ইউপি সচিব মো: আজমল হোসেইন, মানিকপুর ইউপি সচিব হাছনু আহমদ চৌধুরী।
ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিতেন্দ্র কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জানান, আমাদের ন্যায্য দাবি সরকারকে মানতে হবে। আমাদের কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। ১১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। সরকার দাবী না মানায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছি। ২৯ ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুরুপ কর্মসূচি এবং ৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে তারা জানান।