সঠিক জ্ঞান অর্জন করে তালামীয কর্মীদের আগামীতে জাতির নেতৃত্ব দিতে হবে———–মোস্তফা হাসান চৌধুরী গিলমান
প্রকাশিত হয়েছে : ১১:০৬:২৭,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৮৩৭ বার পঠিত
সংবাদ দাতাঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোস্তাফা হাসান চৌধুরী গিলমান বলেছেন, সকল তালমীয কর্মীদের সঠিক জ্ঞান অর্জন করে সু-শিক্ষিত হতে হবে। আর সঠিক জ্ঞান অর্জন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলে আগামীতে জাতির নেতৃত্ব দিতে হবে। তিনি ইসলাম বিরোধী যে কোন ধরণের আন্দেলনের জন্য তালমীয কর্মীদের সদা প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি গতকাল ২৭ফেব্রুয়ারী শনিবার জকিগঞ্জে অন্যতম বৃহত্তম বাজার কালিগঞ্জ বাজারে, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি দারুল উলুম কামিল (এম.এ) মাদ্রারসা ও ৯নং মানিকপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বত্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য উপস্থাপ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। তিনি বলেন, দেশে একদিকে নাস্তিক মুরতাদরা যেমন মাথা চাড়া দিয়ে উঠছে অপর দিকে ওয়াহাবী, মওদুদী মতবাদী ও লা মাযহাবী ফেরকাগুলাও মাথা চাড়া উঠছে এদের বিরুদ্ধে তালামীয কর্মীদের সদা প্রস্তুত থাকতে হবে এবং দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরো বলেন – তালামীয ইসলামীয়া নামক পবিত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ (রহ:) যে ভাবে সকল বাতিল মতবাদ ও অপশক্তির বিরুদ্ধে লড়েগেছেন তার উত্তর সুরীরাও তার অনুসরন করবে। তিনি উল্লেখ করেন ব-দ্বীপ নামক প্রকাশনী ঢাকার বইমেলায় ইসলাম বিরোধী বই প্রকাশ করায় সরকার প্রকাশনাটি বন্দ করেছে এবং এর সাথে জড়িতদের গ্রেফতার করেছে। তিনি বলেন সরকার এদের প্রকাশনা বন্ধ আর গুটি কযেক নাস্তিকদের গ্রেফতার করলে চলবে না।এদের বিরুদ্ধে আইন প্রনয়ন করে এদের কে শক্ত হাতে দমন করা সরকারের দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পূর্বজেলা সভাপতি মোঃ উসমান গণি, সাবেক সিলেট পূর্ব জেলা সভাপতি সৈয়দ আহমদ আল জামিল, সিলেট প্রাইভেট ইউনির্ভাসিটি জোন শাখার সভাপতি মোজতবা হাসান চৌধুরী নোমান, সিলেট মহানগর আল ইসলাহ এর সহ-সাধারণ সম্পাদক মাওঃ এম এ সবুর,সিলেট পূর্বজেলার তালামীযের সাধারন সম্পাদক আব্দুল খালিক রুহিল, চট্রগ্রাম ইউনির্ভাসিটি শাখার সভাপতি ছালিক আহমদ, সিলেট মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমদ, সিলেট পূর্বজেলা অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী, সিলেট পূর্বজেলার তালমীযের সদস্য মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, এছাড়া আরো বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, জকিগঞ্জ উপজেলার সভাপতি মোঃ আব্দুল মুকিত, কানাইঘাট উপজেলার আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সদস্য মাওঃ শাহীন আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারন সম্পাদক এহসান মোঃ শামীম,এদিকে দুপুর ২ঘটিকা থেকে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ইছামতি দারুল উলুম কামিল মাদ্রারসা শাখা তালামীযের সভাপতি বুরহান উদ্দিন ও সাধারন সম্পাদক আকবর আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় সম্মেলন শূরু হয়। শূরুতে স্বাগত বক্তব্যদেন ইছামতি কামিল মাদ্রাসা শাখার পক্ষ থেকে মাহতাব উদ্দিন ও ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আহমদ হোসাইন আইমান এছাড়া আরো উপস্থিত ছিলেন ৩নং কাজলশাহ ইউ/পির সভাপতি আব্দুল মুকিত, ৭নং বারঠাকুরী ইউ/পির সভাপতি তাহের আহমদ চৌধুরী, ৮নং কসকনকপুর ইউ/পির সভাপতি সাদিকুর রহমান, ইছামতি ড্রিগী কালেজ শাখার সভাপতি ফয়ছল আহমদ , আব্দুর রশীদ চৌধুরী মানিকপুর ইউ/পির সাধারন সম্পাদক জাহেদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মুমিনুল হক, আব্দুল হাফিজ চৌধুরী, জাকির হোসেন, রেদ্বওয়ান আহমদ চৌধূরী, জুয়েল আহমদ, সুমন আহমদ, ছালিক আহমদ, মায়রুফ আহমদ, জুবায়ের আহমদ রেজবী, কাজী জাহেদ আহমদ, আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সাঈদুল ইসলাম, হামদ পরিবেশন করেন হাবিবিয়া শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য মনজুর আহমদ, মনো মুগ্ধকর দলীয় সংগীত পরিবেশন করেন লতিফিয়া এতিম খানার শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ এবং হাবিবিয়া ইসলামি শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ।