জকিগঞ্জে সীমান্ত বাজার বসছে
প্রকাশিত হয়েছে : ১০:২২:৫০,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৪২৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম রাজ্যের কাছাড়ার জেলার ব্যবসায়ীদের আগ্রহে বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তে বাজার বসছে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন। তবে বাংলাদেশ সরকারের অনুমোদন পেতে স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি, জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানসহ অন্যরা।
গত শনিবার তারা সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছেন। বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসনি মর্তুজা চৌধুরী টিপু জকিগঞ্জ বার্তাকে জানান বারঠাকুরী অথবা আমলসীদ সীমান্তে বাজার বসবে। জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, পঞ্চায়েত তাজ উদ্দিনসহ কয়েকজন স্থান পরিদর্শন করেছেন। ভারতের অনুমোদন পাওয়া গেছে। এখন আমাদের সংসদ সদস্যের ডিও লেটার পররাস্ট্রমন্ত্রণালয় দ্রুত পাঠানো উচিত। এর পর দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর বিষয়টি চুড়ান্ত হলে সীমান্ত বাজার শুরু হয়ে যাবে।