জকিগঞ্জ-সিলেট রোডে বাস ধর্মঘট চলছে
প্রকাশিত হয়েছে : ১:২০:০৭,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৪৮৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: চালককে মারধরের অভিযোগে জকিগঞ্জ-সিলেট রোডে অর্নিদিষ্টকালের জন্য আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বাস ধর্মঘট চলছে। জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মুহিম জকিগঞ্জ বার্তাকে জানান গত রোববার রাজমহলের সামনে বিরতীহীন গাড়ি থামিয়ে যাত্রী নামানো হচ্ছে। এ সময় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চালকের আসনে উঠে নিজেই চালক জুয়েল আহমদকে মারধর করেন। বিষয়টি সমাধান করতে চেষ্টা করা হলেও তিনি এগিয়ে আসেননি। আমরাও তাকে ফোন দিয়েছি, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে আমরা জরুরী সভা করে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ রোডে বাস ধর্মঘট ডেকেছি।
উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জকিগঞ্জ বার্তাকে বলেন প্রচন্ড যানজট থাকায় আমি ঐ বাস চালককে বকাঝকা করেছি। তাকে মারধর করা হয়নি। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পথচারি একজন জানান প্রতিনিয়ত তাদের অত্যাচার সইতে হচ্ছে। নির্দিষ্ট স্থানে যাত্রী না নামিয়ে যত্রতত্র নামানো হয়। এছাড়া পুরো রোড তাদের নিয়ন্ত্রণে থাকে।