খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৩,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৭৩ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ উপজেলার বারহালের খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনূষ্টিত হয় ।
এলাকার প্রবীণ মুরব্বী আপ্তাব উদ্দিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সভাপতি এখলাছুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলার সর্বকনিষ্ঠ বীরমুক্তিযোদ্ধা লন্ডন প্রবাসী বারহালের সুপ্রতিষ্ঠিত তৈমুন্নেছা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত ,তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলা শুধু শিক্ষকরা নয় অভিভাবকদের দায়িত্ব ।
ছাত্ররা যেখানে সুশিক্ষিত হবে সেখানের সমাজ তথা পরিবেশ সুন্দর হবে এবং সমাজ বিনির্মাণে তারাই মূখ্য ভূমিকা পালন করবে ।
ভাষার মাসে শুদ্ধ করে বাংলা ভাষায় কথা বলার জন্য গুরুত্ব আরোপ করে তিনি
;অনূষ্টানে প্রধান বক্তা জকিগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নারী নেত্রী সাজনা সুলতানা হক চৌধূরীর কথা উল্লেখ করে বলেন এই মহিয়িষি নারী আমাদের অহংকার ।আমরা প্রবাসে থেকেও এই নারীর সামাজিক কর্মকাণ্ডের কথা শুনেছি দেখেছি, সমাজের সামাজিক কাজে বিভিন্ন স্থানে তার বিচরন ছিল ঈর্ষণীয়!
সমাজে বিশেষ করে আমাদের নারী সমাজকে এগিয়ে নিতে উনার অবদান মানূষ যোগযোগ ধরে মনে রাখবে ।
তিনি সাজনা চৌধূরীকে জকিগঞ্জে ফাস্টল্যাডি উল্লেখ করে ছাত্র ছাত্রীদেরকে তাঁর পথ ও আদর্শ অনুস্বরন করার আহ্বান জানান ।
প্রধান বক্তার বক্তব্যে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধূরী বলেন আমি এই এলাকার মেয়ে আমি অতিথি নয় ,আজ জাতির শ্রেষ্ঠসন্তান বীরমুক্তিযোদ্ধা সহ এখানে যারা উপস্থিত সবাই আমাদের সম্মানিত অতিথি ।অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে লন্ডন প্রবাসী বারহালের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনকে অনূষ্টানে প্রধান অতিথির; ঘোষণা দেন
ছাত্ররা যাহাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং দিনের পড়া যাহাতে দিনেই শেষ করতে পারে সেদিকে শিক্ষক ও অভিভাবক খেয়াল রাখার পরামর্শ দিয়ে ,শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে মা সমাবেশ করার উপর গুরুত্বরোপ করেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজসেবী ড; সদিওল ইকবাল আহমদ,বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক আহমদুল হক চৌধূরী বেলাল,হাজী সিদ্দিকূর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা বূরহান উদ্দিন রনি,মেরিডিয়ান ফূডস এর এমডি সমাজসেবী ফয়জুর রহমান চৌধূরী ,বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক,সহ সভাপতি ফারুক আহমদ, নূরুল হক খান,প্রাক্তন সেনাসদস্য আতিকুর রহমান মুক্তা,বাবলু চৌধূরী,
আলোচনা সভা শেষে সভার অতিথি শিক্ষকবৃন্দকে সম্মাননা পুরুস্কার ওবিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয় ।