জকিগঞ্জে ডাবল মার্ডার মামলার ১৭জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ১:৪৬:৫৭,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৭৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ডাবল মার্ডার মামলার হাজিরা শেষে ১৭জনকে কারাগারে প্রেরণ করলেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা্রক মোহাম্মদ খাইরুল আমিন। আজ মঙ্গলবার দুপুরে আদালতে এসে মুমিনপুর গ্রামের ফারুক আহমদ (৪৫), এবাদ (৪০), আব্দুল করিম (৬৫) আসামী গংরা জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।।
গত বছরের ৭আগষ্ট বিরশ্রী ইউনিয়নের টুকেরবাজারে তুচ্চ ঘটনায় নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান ফয়জুল হক কুটলাই ও ছালেক আহমদ। এ ঘটনায় ২৫জনের নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় মামলা দেওয়া হয়। ডাবল মার্ডার মামলার বাদী হন ফারুক আহমদ।