জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিকে সিদ্দিকুর রহমান পাপলুর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৫:৫৮:৩৫,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৬৫৫ বার পঠিত
বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল, জকিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন সহ আগামী দিনে সৈরাচারী সরকারের বিরুদ্ধে তাদের বলিষ্ট নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি, কানাইঘাট-জকিগঞ্জের সন্তান, সিদ্দিকুর রহমান পাপলু। নবগঠিত কলেজ কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, গনতান্ত্রিক রাজনৈতিক ভাবধারার অবক্ষয়ের এই দুঃসময় থেকে দেশ ও জাতিকে উত্তরণের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। অতীতের বিশ্লেষনে দেখা যায় যে, প্রশিক্ষিত ছাত্রনেতৃত্বই পারে জন্মদিতে পারে এরকম একটি সফল আন্দলনের। যার জন্য দেশের গনতন্ত্রকামি আজ অপেক্ষারত। জকিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল হয়তো তৃনমূলের একটি ক্ষুদ্র পদক্ষেপ, তবে বৃহৎ আন্দলনের নেতৃত্ব জন্য এটাও একটি পদক্ষেপ। আমি আশা রাখবো তৃনমূলের এই কলেজ কমিটিই হবে হাজারো জাতীয়তাবাদী কর্মির প্ররনার উৎস।
উল্লেখ্য যে, তিনি এ সময় জকিগঞ্জ পৌরসভার আহ্বায়ক সামছুদ দোহা সহ সকল যুগ্ম-আহ্বায়ক ও সদস্যদেরকে ও অভিনন্দন জানান।বিজ্ঞপ্তি