জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মামুনের বিবাহ
প্রকাশিত হয়েছে : ৩:১০:৩৭,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিনের পুত্র ও জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মো: মামুনুর রশিদ মামুনের বিবাহ সম্পন্ন হয়েছে। পৌর এলাকার আজিজিয়া সেন্টারে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনীতিক, প্রবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ জি বাবর, পৌরসভা সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন সুহেল, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ রুমেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মো: কাওছার আলম, সহ-দপ্তর সম্পাদক ডা. হাবিবুল্লাহ মিছবাহ, সংগঠক মাসুদ আহমদ, মাষ্টার সাবু আহমদ ও মো: শাফি প্রমূখ। অনুষ্ঠানে প্রবাসী ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠন থেকে মামুনকে ক্রেস্ট প্রদান করা হয়।