যুবলীগ নেতা সুলতান মনসুরের শয্যাপাশে ড. কবীর ও যুবলীগ নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৩৯,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৪৩ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুলতান আলী মনসুরকে দেখতে ঢাকার পপুলার হাসপাতালে যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আহমদ আল কবীর, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম।
শুক্রবার সন্ধ্যায় নেতৃবৃন্দরা সুলতান আলী মনসুরের অবস্থার খোজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুলতান আলী মনসুর। এরপর থেকে তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।
সুত্র: সিলেট ভিউ