বিয়ের ১৪দিনের মাথায় বারহাল থেকে বাকপ্রতিবন্ধি জাহেদ নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৪,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৬ | সংবাদটি ১৪৫৫ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রমের মৃত জুনাব আলীর ছেলে বাকপ্রতিবন্ধি জাহেদ আহমদ(৩০) নিখোঁজ হয়েছেন। গত ২৯ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় নিজ বাড়ী থেকে নিখোঁজ হন তিনি।
নিখোঁজের ভাই আলিম উদ্দিন জকিগঞ্জ বার্তাকে জানান, গেল ১৫ফ্রেব্রুয়ারি বিয়ে করেন জাহেদ আহমদ। বিয়ের ১৪দিন মাথায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার আজ ৬দিন হলেও আমাদের সকল আত্মীয়-স্বজন্দের বাড়িতে খোঁজা-খোজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙ্গের শার্ট ও চেকের লঙ্গি। সম্পূন্ন বাকপ্রতিবন্ধি ছেলেটির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩/৪ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা।
এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে ০১৭৫৪ ৫৬৬ ০৮০ অথবা ০১৮১৮ ৩১৫ ৪০৮ নম্বরে যোগাযোগ করতে পরিবারে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।