প্রথম দূরন্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১০:২৮:০৭,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে এই প্রথম দূরন্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা আজ শনিবার সম্পন্ন হয়েছে। পৌর এলাকার বক্সআলী মাজার সংলগ্ন খেলার মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে ফাইনালে চ্যাম্পিয়ন হয় দূরন্ত স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয়েছে আনন্দপুর স্পেশাল স্পোর্টিং ক্লাব। পরে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এইচ এম দেলোয়ার, খেলোয়াড় ইজ্জত আলী, সাগর, কামরুল ইসলাম, তুহিন, বাবলা, নূর, জগলু অতিথিদের হাত থেকে ৫টি উন্নতমানের মোবাইল গ্রহণ করেন। রানার্সআপ দলের অধিনায়ক জাবির, খেলোয়াড় জুয়েল, জনি, মামুন, তানজু, ছালেহ জার্সিসেট পুরস্কার গ্রহণ করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলার আয়োজক এইচ এম দেলোয়ার।
এম কে আই ডালিমের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক এম এ রহমান লুকু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কমরু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আহমদ, আব্দুল আহাদ, শিহাব আহমদ, মোস্তুফা আহমদ মস্তু, বিশিষ্ট মুরব্বী পংকি মিয়া, মাখন মিয়া, মো: আব্দুল্লাহ আল মাহমুদ, সংগঠক ছালেহ আহমদ ছালে, শরীফ আহমদ (আর্ট), মো: সামছুদ্দোহা, লুৎফুর রহমান দুলাল, শহীদ আহমদ, আলম আহমদ, আবু বক্কর আবুল, লিমন আহমদ ও এনামুল হক মুন্না প্রমূখ। বক্তারা খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ফের এমন টুর্নামেন্ট দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জুয়েল, সেরা খেলোয়াড় জগলু, সেরা গোলদাতা নূর পুরস্কার গ্রহণ করেন। এছাড়া অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত: প্রথম দূরন্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে ২৮টি দল খেলায় অংশ নেয়। ফ্লাড লাইট দ্বারা পরিচালিত খেলা ব্যাপক আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।