জকিগঞ্জে প্রতিপক্ষের আঘাতে আহত ৬, বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে নির্যাতিতরা
প্রকাশিত হয়েছে : ৭:১৮:৪৩,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৬ | সংবাদটি ১৯৩১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারসি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আহত হয়েছেন একই পরিবারের ৬জন। শুক্রবার-শনিবার পৃথক সময়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ব্যাপারে তছদ্দর আল তছই জানান, বসতভিটার পার্শ্ববর্তী প্রায় ১বিঘা জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এ জায়গাটি আমাদের দখলে থাকলেও্ প্রতিপক্ষরা জোরপূর্বকভাবে আমাদের উপর প্রথম দিন শুক্রবার আক্রমণের শিকার হই। ঐ দিন আমার বড় ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম (৩৫), বড় ভাই আছই মিয়া (৪০), মছদ্দর আলী (৪৮), ছোট ভাই আব্দুল আজিজ (৩৫) আহত হন। তারা বেলা ২টারদিকে সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাজার থেকে আমার ৩ভাই ও ভাবিকে পুলিশ আটক করে। শনিবার ফের বিকেলে আমাদের উপর হামলা করে প্রতিপক্ষ হাবিজ ওরফে তেরা, হেলাল আহমদ গংরা ঐ জায়গা দখলের চেষ্টা করে। জায়গাটিতে রেন্টি গাছ কেটে নেয়ার পাশাপাশি লাঠি-সোটা নিয়ে আক্রমণ করে আহত করে আমার স্ত্রী রেশমা বেগম (৩৫), শিশু কন্যা রোকশানা বেগম (১৩) আহত হয়। তাদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ মামলাটি গ্রহণে অপারগতা প্রকাশ করে। আমি দরিদ্র মানুষ, তাই ন্যায় বিচার চাই। ন্যায় বিচার চেয়ে থানা, কোর্ট, গ্রাম্য সালিশদের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু বিচারের বানী নিভৃতে কাদে। অতি দরিদ্র মানুষ হওয়াতে কে শুনবে আমাদের দু:খ। কারা করবে সমাধান।
থানার ওসি (তদন্ত) মো: শওকত হোসেন বিষয়টি অবগত রয়েছেন উল্লেখ করে নিজের সীমাবদ্ধতার কথা পূনর্ব্যক্ত করেন।