বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে শিরোপা কার?
প্রকাশিত হয়েছে : ৭:৩১:০৫,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ভারতের। কিন্তু বেরসিক বৃষ্টি বাধ সাধায় ফাইনাল ম্যাচটি পণ্ড হতে পারে। এই আশঙ্কায় চোখ ভিজে উঠছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের।
ইতিমধ্যে মিরপুর স্টেডিয়ামে তুমুল ঝড়োবৃষ্টি চলছে। স্টেডিয়াম এলাকা অন্ধকার। ফ্লাডলাইট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রেসবক্সগুলোতে টিমটিমে আলো জ্বলছে।
এই পরিস্থিতিতে যদি ফাইনাল খেলা না হয়, তাহলে শিরোপা নির্ধারণ হবে কীভাবে? চার ম্যাচ জেতা ভারতের হাতে উঠবে শিরোপা, নাকি যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকেই?
যেহেতু এশিয়া কাপ ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। বৃষ্টির কবলে পড়া ফাইনাল না হলে অর্থাৎ ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ ও ভারত উভয় দলকেই ঘোষণা করা হবে যুগ্ম চ্যাম্পিয়ন।
সুত্র: বাংলা মেইল