বৃষ্টির পর ফুটবল খেলছেন কোহলি-সাব্বিররা
প্রকাশিত হয়েছে : ৯:০৬:২০,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো এই আসরে শিরোপা জয়ের হাতছানি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে শুরু হচ্ছে ফাইনাল ম্যাচটি।
এরই মধ্যে বৃষ্টিও থেমে গেছে। মাঠ কর্মীরাও মাঠ প্রস্তুতও করে ফেলেছে। বাংলাদেশ এবং ভারত দুই দলের খেলোয়াড়রা এরই মধ্যে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েছেন। তবে ফাইনাল নিয়ে একটু বেশি নির্ভার রয়েছে ধোনি বাহিনীর। বৃষ্টি থামার পর বাংলাদেশের খেলোয়াড়দের আগে কোহলি-রোহিতরা ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন।
সুত্র: বাংলা মেইল