স্বাধীনতা বিরুধীদের রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে জকিগঞ্জে লাঠি মিছিল
প্রকাশিত হয়েছে : ২:২৯:৪৫,অপরাহ্ন ০৮ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
সংবাদদাতা: স্বাধীনতা বিরোধীদের রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের লাঠি মিছিল ও মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয় । মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, ওসি তদন্ত শওকত হোসেন, আমেরিকা প্রবাসী গিয়াস মজুমদার, মুক্তিযোদ্ধা সোনা মিয়া, আব্দুল জলিল, সংগঠক মুসলেহ উদ্দিন সুহেল।বক্তব্য দেন সন্তান কমান্ডের সদস্য আব্দুল মানিক, শফিউল আলম মুন্না, ছাত্রলীগ নেতা জুমেদ আহমদ রুমেল, আব্দুস সামাদ, এম সারওয়ার জাহান প্রমুখ।