জকিগঞ্জে তৃণমূলের ভোটে ৮ইউপিতে নৌকার প্রার্থী নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ১:০০:১৩,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৬ | সংবাদটি ২৬৬২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ উপজেলার তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীর ভোটে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থীরাই শেষ পর্যন্ত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার জেলা আওয়ামীলীগের এক সভায় ওয়ার্ড ও ইউনিয়ন অওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটে নির্বাচিত হয়েছেন ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। শুধু ৬ নং সুলতানপুর ইউনিয়নে তৃণমূলের ভোটে নির্বাচিত আনন্দ বিশ্বাসের ও বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধূরী বর্তমান চেয়ারম্যান থাকার কারনে নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র সিদ্ধান্ত দেবে সুলতানপুরে একক প্রার্থী কে হচ্ছেন?
আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন- ১নং বারহাল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান, ২নং বিরশ্রী ইউনিয়নে জকিগঞ্জ মেম্বার এসোসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইউনুছ আলী মেম্বার, ৩নং কাজলসার ইউনিয়নে আওয়ামীলীগ নেতা জুলকারনাইন লস্কর, ৪নং খলাছড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবির আহমদ, ৫নং জকিগঞ্জ ইউনিয়নে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিল উদ্দিন, ৭নং বারঠাকুরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ৮নং কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ ও ৯নং মানিকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান।
উল্লেখ্যযে মামলা জনিত জটিলতার কারনে যদি বারহালের বর্তমান নৌকার কান্ডারী তালূকদার মিছবা জামান বাদ পড়েন তাহলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান কান্ডারী হতে পারেন বলে জানিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান, তৃণমূল নেতা-কর্মীদের ভোটের ভিত্তিতে ৮ইউপিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। কারণ যারা ভোট পেয়েছেন, জঠিলতা এড়াতে তাদেরই নির্বাচিত করা হলো। তবে শুধুমাত্র সুলতানপুর ইউপিতে আনন্দ বিশ্বাস ও ইকবাল আহমদ চৌধুরী একলের বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী জকিগঞ্জ বার্তাকে বলেন নিয়মতান্ত্রিকভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে নৌকার প্রার্থীতা নির্ধারণ করা হয়েছে।